৪৮০

পরিচ্ছেদঃ ২৬) বিনা ওযরে আসর নামায ছুটে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন

৪৮০. (সহীহ্) আবদুল্লাহ বিন ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তির আসরের নামায ছুটে গেল সে যেন নিজ পরিবার এবং সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।’’

(মালেক ১/১১, বুখারী ৫৫২, মুসলিম ৬২৬, আবু দাউদ ৪১৪, তিরমিযী ১৭৫, নাসাঈ ১/২৩৮, ইবনে মাজাহ ৬৮৫ ও ইবনে খুযায়মা ১/১৭৩) ইবনে খুযায়মা হাদীছের শেষে অতিরিক্ত একথাটি বলেছেনঃ ইমাম মালেক এর তাফসীরে বলেনঃ আসর নামায ছুটে গেল অর্থ নামাযের সময় শেষ হয়ে গেল।

الترهيب من فوات العصر بغير عذر

(صحيح) وَعَنْ ابن عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال الَّذِي تَفُوتُهُ صَلاةُ الْعَصْرِ ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ. رواه مالك والبخاري ومسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه وابن خزيمة في صحيحه وزاد في آخره قال مالك تفسيره ذهاب الوقت


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ