৪৪১

পরিচ্ছেদঃ ২১) গৃহে নফল সালাত পড়তে উদ্বুদ্ধকরণ

৪৪১. (সহীহ মাওকূফ) রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জনৈক সাহাবী থেকে বর্ণিত। আমি মনে করি তিনি হাদীছটিকে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ’’নিজ গৃহে নামায আদায় করার ফযীলত মানুষ দেখবে এরকম স্থানে নামায পড়ার তুলনায় তেমন, যেমন ফরয নামাযের ফযীলত নফল নামাযের উপর।’’

(বায়হাক্বী ২৯৮৯)

الترغيب في صلاة النافلة في البيوت

(صحيح موقوف) وَعَنْ رجل من أصحاب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أراه رفعه قال فَضْلُ صَلَاةِ الرَّجُلِ فِي بَيْتِهِ عَلَى صَلَاتِهِ، حَيْثُ يَرَاهُ النَّاسُ كَفَضْلِ الْفَرِيضَةِ عَلَى التَّطَوُّعِ. رواه البيهقي


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ