২১০

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২১০. (সহীহ) ইবনু ওমার (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’তোমরা মেসওয়াক কর, কেননা উহা হল মুখের পবিত্রতা দানকারী ও বরকতময় সুমহান পালনকর্তার সন্তোষটি আনয়নকারী।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/১০৮)

الترغيب في السواك وما جاء في فضله

(صحيح) وَعَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " عَلَيْكُمْ بِالسِّوَاكِ، فَإِنَّهُ مَطْيَبَةٌ لِلْفَمِ، وَمَرْضَاةٌ لِلرَّبِّ تبارك وتعالى. رواه أحمد


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ