৪২১

পরিচ্ছেদঃ ১৭: পবিত্রতা অর্জনের কাজ ডান দিক হতে শুরু করা

৪২১. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) পবিত্রতা অর্জনে জুতা পরিধান ও মাথায় চিরুণী করতে যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তিনি [মসরূক (রাঃ)] ওয়াসিত্ব নামক জায়গায় বলেছেন, তাঁর সকল কাজ যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।

باب التيمن في الطهور

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، ‏‏‏‏‏‏عَنْ شُعْبَةَ، ‏‏‏‏‏‏عَنْ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، ‏‏‏‏‏‏عَنْ أَبِيهِ، ‏‏‏‏‏‏عَنْ مَسْرُوقٍ، ‏‏‏‏‏‏عَنْعَائِشَةَ، ‏‏‏‏‏‏قالت:‏‏‏‏ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ، ‏‏‏‏‏‏وَقَالَ:‏‏‏‏ بِوَاسِطٍ فِي شَأْنِهِ كُلِّهِ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم:۱۱۲ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 421 - صحيح

17. Starting With The Right When Purifying Oneself


It was narrated that 'Aishah said: The Prophet (ﷺ) used to like to start with the right as much as he could when purifying himself, putting on sandals and combing his hair - and he (the narrator) said in Wasit (a place in Iraq): And in all his affairs.