কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬২৫১
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৫১-[৫৬] আনাস (রাঃ) ও আবূ ত্বলহাহ্ (রাঃ) বর্ণনা করেন। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন, তুমি তোমার সম্প্রদায়কে আমার সালাম পৌছিয়ে দাও। কেননা আমার জানা মতে তারা সচ্চরিত্র ও ধৈর্যধারণকারী। (তিরমিযী)
সহীহ তবে (أَقْرِأقَوْمَكَ السَّلَامَ) অংশটুকু ছাড়া
তিরমিজি ৩৯০৩, দেখুন- হিদায়াতুর রুওয়াত ৫/৪৮৯, হা. ৬২০৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩০৯৬, মুসনাদে আহমাদ ১২৫৪৩, মুসনাদে আবূ ইয়া'লা ৩৩৮৯, আল মুসতাদরাক লিল হাকিম ৬৯৭৩।
اَلْفصْلُ الثَّالِثُ (بَاب جَامع المناقب)
وَعَن أنس وَأبي طَلْحَةَ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقْرِئْ قَوْمَكَ السَّلَامَ فَإِنَّهُمْ مَا علمت أَعِفَّةٌ صُبُرٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3903 وقال : حسن صحیح) * فیہ محمد بن ثابت البنانی : ضعیف ، و تابعہ الضعیف : الحسن بن ابی جعفر