কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৪২৫
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবিগ্রহ সম্পৰ্কীয়
৫৪২৫-[১৬] উক্ত রাবী [মু’আয ইবনু জাবাল (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: মহাযুদ্ধ, কনস্টান্টিনোপল বিজয় এবং দাজ্জালের আবির্ভাব সাত মাসের মধ্যে সংঘটিত হবে। (তিরমিযী ও আবূ দাউদ)
যঈফ: তিরমিযী ২২৩৮, ইবনু মাজাহ ৪০৯২, য'ঈফ ইবনু মাজাহ ৮৯০, য'ঈফ আবূ দাউদ ৯২৫, সহীহুল জামি ৫৯৪৫, মুসনাদে আহমাদ ২২০৯৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৬৬০১, আল মুসতাদরাক লিল হাকিম ৮৩১৩, আবূ বাকর নামের বর্ণনাকারী য'ঈফ।
اَلْفصْلُ الثَّنِفْ (بَاب الْمَلَاحِمِ)
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «الملحمة الْعُظْمَى وَفتح القسطنطينة وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد اسنادہ ضعیف ، رواہ الترمذی (2238 وقال : حسن) و ابوداؤد (4295) [و ابن ماجہ (4092)] * ابوبکر بن ابی مریم : ضعیف وکان قد سرق بیتہ فاختلط و شیخہ مجھول و یزید بن قطیب مجھول الحال ۔ (ضَعِيفٌ)