কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ১৭৯৫                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ৫০/১৮. বেশি বেশি সকর্ম ও ইবাদাতে প্রচেষ্টা করা।
১৭৯৫. মুগীরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে সালাত আদায় করতেন; এমনকি তাঁর পদযুগল অথবা তার দু’ পায়ের গোছ ফুলে যেত। তখন এ ব্যাপারে তাঁকে বলা হল, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে আমি কি একজন শুকরগুযার বান্দা হব না?
 সহীহুল বুখারী, পর্ব ১৯ : তাহাজ্জুদ, অধ্যায় ৬, হাঃ ১১৩০; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১৮, হাঃ ২৮১৯
                                             
                                          
                  إِكثار الأعمال والاجتهاد في العبادة
حديث الْمُغِيرَةِ رضي الله عنه، قَالَ: إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ، أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ: أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا