কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১২৯৪
পরিচ্ছেদঃ ৪৪. দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্হুদের জন্য বসার বর্ণনা
১২৯৪(৩). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের সুন্নাত নিয়ম হলো, তুমি বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। এই হাদীস সম্পূর্ণ সহীহ। এই হাদীস আস-ছাকাফী (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি।
بَابُ صِفَةِ الْجُلُوسِ لِلتَّشَهُّدِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا بُنْدَارٌ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَفْتَرِشَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى . هَذِهِ كُلُّهَا صِحَاحٌ لَمْ يَرْوِهَا إِلَّا الثَّقَفِيُّ