১১৭১

পরিচ্ছেদঃ ৩১. ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে

১১৭১(৪). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইবনে আবু মুলায়কা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ)-এর নিকট কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে আমি তাকে বলতে শুনেছি, বিসমিল্লাহির রহমানির রাহীম, আলিফ-লাম-মীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হায়্যুল কায়্যুম, নায্‌যালা আলাইকাল কিতাবা থেকে ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ... আমান্না বিহী পর্যন্ত। তোমরা যখন এদের দেখবে, তারা হলো আল্লাহ যাদের নামকরণ করেছেন। অতএব তোমরা তাদের পরিহার করবে।

بَابُ مَا يُجْزِيهِ مِنَ الدُّعَاءِ عِنْدَ الْعَجْزِ عَنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي الْخَصِيبِ الْأَنْطَاكِيُّ ، ثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْوَرْدِ ، قَالَ : سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ ، قَالَ : سَمِعْتُ عَائِشَةَ ، وَسُئِلَتْ عَنْ آيَةٍ مِنَ الْقُرْآنِ ، فَقَالَتْ : " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ : ( آلم . اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ . نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ ... ) إِلَى قَوْلِهِ ( فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ .......... ، إِلَى قَوْلِهِ : آمَنَّا بِهِ ... ) [ آلِ عِمْرانَ : 1 - 7 ] فَإِذَا رَأَيْتُمْ أُولَئِكَ فَهُمُ الَّذِينَ سَمَّاهُمُ اللَّهُ فَاحْذَرُوهُمْ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইবন আবূ মুলায়কা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ