লগইন করুন
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩০(৪৮). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) ফজর পূর্বে আযান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় তিনবার ঘোষণা দিতে নির্দেশ দেনঃ "সাবধান! নিশ্চয়ই বান্দা (বিলাল) ঘুমিয়েছিল"। অতএব তিনি ফিরে গিয়ে তিনবার ঘোষণা দেন, “নিশ্চয়ই বান্দা (আমি) ঘুমিয়েছিল”।
সাঈদ ইবনে যারবী (রহঃ) তার অনুসরণ করেন এবং তিনি আইউব (রহঃ) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَيُّوبَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ ، فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يَرْجِعَ فَيُنَادِيَ : " أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ، ثَلَاثَ مَرَّاتٍ ، فَرَجَعَ فَنَادَى : أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ ، ثَلَاثَ مَرَّاتٍ " . تَابَعَهُ سَعِيدُ بْنُ زَرْبِيٍّ ، وَكَانَ ضَعِيفًا عَنْ أَيُّوبَ