৯১৮

পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ

৯১৮(৩৬). আল-কাযী আবু উমার (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আবুল হাসান (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) আর-রামাদী থেকে হাদীস শ্রবণ করেননি।

بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا

حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، نَا سُفْيَانُ ، عَنْ زِيَادِ بْنِ كُلَيْبٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ بِلَالٍ مِثْلَهُ . قَالَ أَبُو الْحَسَنِ : الرَّمَادِيُّ لَمْ يَسْمَعْ مِنْهُ سُفْيَانُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ বিলাল (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ