লগইন করুন
পরিচ্ছেদঃ ৪. অবশ্য আবরণীয় অঙ্গ এবং উরুদ্বয় তার অন্তর্ভুক্ত
৮৪৮(১). ইয়া’কূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... জারহাদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি চাদর পরিহিত অবস্থায় মসজিদে ছিলেন এবং তার উরু উন্মুক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিশ্চয়ই উরু সতরের (আবরণীয় অঙ্গের) অন্তর্ভুক্ত (আবু দাউদ, তিরমিযী)।
بَابُ فِي بَيَانِ الْعَوْرَةِ وَالْفَخِذِ مِنْهَا
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا بِشْرُ بْنُ مَطَرٍ ، نَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ أَبِي الزِّنَادِ ، حَدَّثَنِي آلُ جُرْهُدٍ ، عَنْ جُرْهُدٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَرَّ بِهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَعَلَيْهِ بُرْدَةٌ قَدِ انْكَشَفَتْ فَخِذُهُ ، فَقَالَ : " إِنَّ الْفَخِذَ عَوْرَةٌ