৮৩৯

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮৩৯(৭৭). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... বসরানিবাসী আবু সাহল (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। তিনি বলেন, সে নিফাসের পর (অপেক্ষায়) থাকবে (নামায পড়বে না)। এই আবু সাহল হলেন কাছীর ইবনে যিয়াদ আল-বুরসানী।

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، ثَنَا أَبُو الْوَلِيدِ ، وَأَبُو غَسَّانَ ، قَالَا : نَا زُهَيْرُ أَبُو خَيْثَمَةَ ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ عَبْدِ الْأَعْلَى أَبُو الْحَسَنِ ، عَنْ أَبِي سَهْلٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ بِهَذَا الْإِسْنَادِ ، نَحْوَهُ ، وَقَالَ : " تَقْعُدُ بَعْدَ نِفَاسِهَا " . أَبُو سَهْلٍ هَذَا هُوَ كَثِيرُ بْنُ زِيَادٍ الْبُرْسَانِيُّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ