লগইন করুন
পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৮৩৪(৭২। আবদুল বাকী ইবনে কানে (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিফাসগ্রস্ত নারী চল্লিশ দিন অপেক্ষা করবে (নামায পড়বে না)। যদি সে তৎপূর্বেই পবিত্রতা (রক্তক্ষরণ বন্ধ) দেখে তাহলে সে পবিত্র। আর যদি চল্লিশ দিন অতিক্রম করে (তারপরও রক্তক্ষরণ হয়) তাহলে সে রক্তপ্রদর রোগিনীর স্থানীয়। সে গোসল করে নামায পড়বে। রক্ত প্রবল হলে সে প্রতি ওয়াক্ত নামাযের জন্য উযু করবে। আমর ইবনুল হুসাইন ও ইবনে উলাসা হাদীসশাস্ত্রে দুর্বল, প্রত্যাখ্যাত রাবী।
حَدَّثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا مُوسَى بْنُ زَكَرِيَّا ، ثَنَا عَمْرُو بْنُ الْحُصَيْنِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلَاثَةَ ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " تَنْتَظِرُ النُّفَسَاءُ أَرْبَعِينَ لَيْلَةً ، فَإِنْ رَأَتِ الطُّهْرَ قَبْلَ ذَلِكَ فَهِيَ طَاهِرٌ ، وَإِنْ جَاوَزَتِ الْأَرْبَعِينَ فَهِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ ، تَغْتَسِلُ وَتُصَلِّي ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ تَوَضَّأَتْ لِكُلِّ صَلَاةٍ " . عَمْرُو بْنُ الْحُصَيْنِ وَابْنُ عُلَاثَةَ ضَعِيفَانِ مَتْرُوكَانِ