৮২৫

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮২৫(৬৩). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে আহমাদ ইবনে আত্তাব (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে গর্ভবতী মহিলা সম্পর্কে বর্ণিত যে, সে গর্ভাবস্থায় রক্ত দেখেছে। তিনি বলেন, গর্ভবতী মহিলার হায়েয হয় না। সে গোসল করে নামায পড়বে।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَحْمَدَ بْنِ عَتَّابٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، ثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ ، ثَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ يَعْقُوبَ بْنِ الْقَعْقَاعِ ، عَنْ مَطَرٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ فِي الْحَامِلِ تَرَى الدَّمَ ، قَالَتِ : " الْحَامِلُ لَا تَحِيضُ ، تَغْتَسِلُ وَتُصَلِّي


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ