লগইন করুন
পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৭৮৭(২৬). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আবু যুর’আ আদ-দিমাশকী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে আল-জালাদ ইবনে আইয়ুবের এই হাদীস প্রত্যাখ্যান করতে দেখেছি। আমি আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছি, এই হাদীস সহীহ হলে ইবনে সীরীন (রহঃ) এই কথা বলতেন না, আনাস ইবনে মালেক (রাঃ)-এর দাসী রক্তপ্রদরে আক্রান্ত হলে তারা আমাকে ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট বিধান জিজ্ঞেস করার জন্য পাঠান।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ ، قَالَ : رَأَيْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يُنْكِرُ حَدِيثَ الْجَلْدِ بْنِ أَيُّوبَ هَذَا ، وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ : لَوْ كَانَ هَذَا صَحِيحًا لَمْ يَقُلِ ابْنُ سِيرِينَ : اسْتُحِيضَتْ أُمُّ وَلَدٍ لِأَنَسِ بْنِ مَالِكٍ ، فَأَرْسَلُونِي أَسْأَلُ ابْنَ عَبَّاسٍ ، - رَضِيَ اللَّهُ عَنْهُ