কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৭২৮
পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৮-[২২] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে দু’জন মহিলার মাঝখানে হাঁটতে নিষেধ করেছেন। (আবূ দাঊদ)[1]
[1] মাওযূ‘ : আবূ দাঊদ ৫২৭৩, য‘ঈফাহ্ ৩৭৫।
হাদীসটি মাওযূ‘ হওয়ার কারণ হলো, এর সনদে আছে ‘‘দাঊদ ইবনু আবূ সালিহ আল মাদানী’’ নামের বর্ণনাকারী। ইবনু হিব্বান বলেনঃ সে হাদীস জাল করত। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৩৭৫, শু‘আবুল ঈমান ৫৪৪৬, য‘ঈফুল জামি‘ ১৪১৯২।
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى أنْ يمشيَ - يَعْنِي الرجلٌ - بَين المرأتينِ. رَوَاهُ أَبُو دَاوُد