কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪২৩০
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩০-[৭২] ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করা ব্যতীত রসুন খেতে নিষেধ করেছেন। (তিরমিযী ও আবূ দাঊদ)[1]
[1] সহীহ : তিরমিযী ১৮০৮, আবূ দাঊদ ৩৮২৮, ইরওয়া ২৫১২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়াহাক্বী ১৫২৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫২৬৭।
الْفَصْلُ الثَّانِي
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن أَكْلِ الثُّومِ إِلَّا مَطْبُوخًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
ব্যাখ্যাঃ আল কারী (রহিমাহুল্লাহ) বলেছেনঃ আলোচ্য হাদীসটি পূর্ববর্তী একাধিক হাদীসের ‘আম বর্ণনাকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করেছেন। (অর্থাৎ পূর্ববর্তী হাদীসগুলোতে ‘আমভাবে রসুন খাওয়া নিষেধ করা হয়েছে, আর এ হাদীসে পাকানো রসুন ছাড়া কাঁচা রসুন খাওয়ার প্রতি নিষেধ করা হয়েছে)। (‘আওনুল মা‘বূদ ৬ষ্ঠ খন্ড, হাঃ ৩৮২৪)