পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩১-[৭৩] আবূ যিয়াদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আয়িশাহ্ (রাঃ)-কে পেঁয়াজ (খাওয়া) সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ খাবার যা খেয়েছেন, তন্মধ্যে পেঁয়াজ ছিল। (আবূ দাঊদ)[1]
الْفَصْلُ الثَّانِي
وَعَن أبي زيادٍ قَالَ: سُئلتْ عائشةُ عَنِ الْبَصَلِ فَقَالَتْ: إِنَّ آخِرَ طَعَامٍ أَكَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ فِيهِ بصل. رَوَاهُ أَبُو دَاوُد
وعن ابي زياد قال: سىلت عاىشة عن البصل فقالت: ان اخر طعام اكله رسول الله صلى الله عليه وسلم طعام فيه بصل. رواه ابو داود
[1] য‘ঈফ : আবূ দাঊদ ৩৮২৯, ইরওয়া ২৫১৩, মুসনাদে আহমাদ ২৪৫৮৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৬৮০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫২৬৪।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে, ‘‘বাকিয়্যাহ্ ইবনু ওয়ালীদ’’ নামক একজন মুদাল্লিস বারী। যিনি ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি ভুলও করতেন। দেখুন- তাহক্বীক মুসনাদে আহমাদ ২৪৬২৯ : শু‘আয়ব আরনাউত্ব।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে, ‘‘বাকিয়্যাহ্ ইবনু ওয়ালীদ’’ নামক একজন মুদাল্লিস বারী। যিনি ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি ভুলও করতেন। দেখুন- তাহক্বীক মুসনাদে আহমাদ ২৪৬২৯ : শু‘আয়ব আরনাউত্ব।
ব্যাখ্যাঃ এ হাদীসের ব্যাখ্যা ৪২২৩ নং হাদীসে দ্রষ্টব্য।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ যিয়াদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব ২১: খাদ্য (كتاب الأطعمة)