১২৮৬

পরিচ্ছেদঃ বন্দী হওয়ার পূর্বেই শত্রুপক্ষের কেউ ইসলাম গ্ৰহণ করলে তার সম্পদ সুরক্ষিত

১২৮৬। সাখর ইবনু আইলাহ (রাঃ) হতে বর্ণিত; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কোন ক্বাওম যখন ইসলাম ক্ববুল করে তখন তারা তাদের রক্ত ও সম্পদকে নিরাপদ করে নেয়। -হাদীসের রাবীগণ মজবুত।[1]

وَعَنْ صَخْرِ بْنِ الْعَيْلَةِ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ الْقَوْمَ إِذَا أَسْلَمُوا؛ أَحْرَزُوا دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَرِجَالُهُ مُوَثَّقُونَ - حسن. رواه أبو داود (3067) وهو وإن كان ضعيف السند؛ إلا أن في الباب ما يشهد له


Sakhr bin Al-'Ailah (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said: “If the people (polytheists) accept Islam they will protect their blood and property? Related by Abu Dawud.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সাখর ইবনু আইলাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ