১০৮৯

পরিচ্ছেদঃ ৯. ঈলা, যিহার ও কাফফারার বিবরণ - ঈ’লার (স্ত্রী থেকে পৃথক থাকার শপথ করা) বিধানাবলী

১০৮৯. ’উমার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, চার মাস অতিক্রান্ত হয়ে গেলে ত্বলাক (তালাক)্ব দেয়া পর্যন্ত তাকে (ঈলাকারীকে) আটকে রাখা হবে। আর ত্বলাক (তালাক)্ব না দেয়া পর্যন্ত ত্বলাক (তালাক)্ব প্রযোজ্য হবে না।[1]

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ وُقِفَ الْمُؤْلِي حَتَّى يُطَلِّقَ, وَلَا يَقَعُ عَلَيْهِ الطَّلَاقُ حَتَّى يُطَلِّقَ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ - صحيح. رواه البخاري (5291)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ