৪৯০

পরিচ্ছেদঃ ১৪. দু ‘ঈদের সালাত - ঈদের দিন খুতবার পূর্বে সালাত আদায় করতে হবে

৪৯০. ইবনু ’উমার (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর এবং ’উমার (রাঃ) উভয় ’ঈদের সালাত খুতবার আগে আদায় করতেন।[1]

وَعَنِ ابْنِ عُمَرَ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - وَأَبُو بَكْرٍ, وَعُمَرُ: يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (963)، ومسلم (888)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ