১৪২

পরিচ্ছেদঃ ১০. হায়িয (ঋতুস্রাব) সংক্রান্ত - ইস্তিহাযা নারীর গোসল ও প্রত্যেক সালাতের জন্য উযূ করার বিধান

১৪২। বুখারীর বর্ণনায় আছে, ’প্রত্যেক সালাতের জন্য উযূ করবে’। এ বর্ণনাটি আবূ দাউদে ও অন্যান্য কিতাবেও এই সানাদে রয়েছে।

وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: «وَتَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ». وَهِيَ لِأَبِي دَاوُدَ وَغَيْرِهِ مِنْ وَجْهٍ آخَرَ - صحيح


In another version by Al-Bukhari, he (ﷺ) said: "And perform ablution for every Salat (prayer)". Abu Dawud and others transmitted a similar narration.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ