কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৭৯৭
পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৭-[৮] ইবনু মাজাহ (রহঃ) এ হাদীসটিকে ’আব্দুল্লাহ ইবনু ’উমার হতে (রাঃ) বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, হাদীসটি গরীব।[1]
[1] য‘ঈফ : তিরমিযী ১২০৯, ইবনু মাজাহ ২১৩৯। কারণ এর সনদে কুলসূম বিন জাওশান একজন দুর্বল রাবী।
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ. وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث غَرِيب
ব্যাখ্যা: (وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ) হাদীসটি ইবনু মাজাহ ইনু ‘উমার থেকে বর্ণনা করেছেন।
ইবনু মাজার বর্ণনাটি এ রকম (التَّاجِرُ الْأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَة) অর্থাৎ ‘‘আমানতদার সত্যনিষ্ঠ মুসলিম ব্যবসায়ী কিয়ামত দিবসে শহীদগণের সাথে থাকবে।’’