৩৭৭৮

পরিচ্ছেদঃ কবুল দু‘আ

(৩৭৭৮) আবূ উমামাহ (রাঃ) বলেন, ’জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রসূল! কোন্ দু’আ বেশী কবুলের যোগ্য?’ উত্তরে তিনি বললেন, রাতের শেষাংশে এবং ফরয নামাযসমূহের পশ্চাতে। (অর্থাৎ, সালাম ফিরার আগে)।

عَنْ أَبِى أُمَامَةَ قَالَ: قِيلَ يَا رَسُوْلَ اللهِ أَىُّ الدُّعَاءِ أَسْمَعُ قَالَ جَوْفُ اللَّيْلِ الآخِرُ وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ