কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩১১৭
পরিচ্ছেদঃ পরিমিত আহার
(৩১১৭) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, একজনের খাবার দু’জনের জন্য যথেষ্ট এবং দু’জনের খাবার চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
(মুসলিম ৫৪৮৯)
وَعَنْ جَابِرٍ قَالَ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ طَعَامُ الْوَاحِدِ يَكْفِـي الْاِثْنَيـْنِ وَطَعَامُ الْاِثْنَيْـنِ يَكْفِـي الْأَرْبَعَةَ وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِـي الثَّمَانِيَةَ رواه مسلم