২৫০৩

পরিচ্ছেদঃ ক্রয়-বিক্রয়ের সময় কসম খাওয়া মকরূহ; যদিও তা সত্য হয়

(২৫০৩) আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, তোমরা কেনাবেচার সময় অধিকাধিক কসম খাওয়া থেকে দূরে থাক। কেননা, তা বিক্রয় বৃদ্ধি করে; (কিন্তু) বরকত মুছে দেয়।

وَعَنْ أَبِـيْ قَتَادَةَ أَنَّه سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ إِيَّاكُمْ وَكَثْرَةَ الحَلِفِ فِي البَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ