কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৩৯০
পরিচ্ছেদঃ সাদৃশ্য অবলম্বন করে পরানুগামিতা
(২৩৯০) ইবনে মাসঊদ (রাঃ) বলেছেন, ’তোমরা পরানুগামী (ইয়েস-ম্যান) হয়ো না।’ লোকেরা বলল, ’পরানুগামিতা কী?’ তিনি বললেন, ’এই বলা যে, আমি লোকেদের অনুগামী। তারা সৎ হলে, আমিও সৎ আর তারা পথভ্রষ্ট হলে আমিও পথভ্রষ্ট। বরং প্রত্যেকের মনকে প্রস্তুত রাখা উচিত যে, লোকে কাফের হলে, সে কাফের হবে না।’ (ত্বাবারানী ৮৬৭৮)
(ত্বাবারানী ৮৬৭৮)
قَالَ عَبْدُ اللهِ لَا يَكُوْنُ أَحَدُكُمْ إِمَّعَةً قَالُوا: وَمَا الْإِمَّعَةُ يَا أَبَا عَبْدِ الرَّحْمٰنِ؟ قَالَ يَقُوْلُ: إِنَّمَا أَنَا مَعَ النَّاسِ إِنِ اهْتَدَوْا اهْتَدَيْتُ وَإنْ ضَلُّوا ضَلَلْتُ أَلَا لَيُوَطِّنُ أَحَدُكُمْ نَفْسَهُ عَلٰى إِنْ كَفَرَ النَّاسُ أَنْ لَّا يَكْفُرَ