কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৩৭০
পরিচ্ছেদঃ সবচেয়ে নিকৃষ্ট লোক
(২৩৭০) একদা আলী ও আম্মার (রাযিয়াল্লাহু আনহুমা)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে দু’জন সবচেয়ে বড় হতভাগ্য লোকের কথা বলব না? সামূদ জাতির লালচে লোকটি, যে উটনী হত্যা করেছে। আর হে আলী! যে তোমাকে এই (মাথার সিঁথি)তে মারবে এবং (তার রক্তে তোমার) এই (দাড়ি) ভিজে যাবে।
(আহমাদ ১৮৩২১, নাসাঈর কুবরা ৮৫৩৮, ত্বাবারানী ২০০৫, হাকেম ৪৬৭৯, সহীহুল জামে’ হা/২৫৮৯)
عَنْ عَلِيٍّ وَعَمَّارٍ قَالَا قَالَ لَـهُمَا النَّبِيُّ ﷺ أَلَا أُحَدِّثُكُمَ بِأَشْقَى النَّاسِ رَجُلَيْنِ أُحَيْمِرُ ثَمُودَ الَّذِي عَقَرَ النَّاقَةَ، وَالَّذِي يَضْرِبُكَ يَا عَلِيُّ عَلَى هَذِهِ يَعْنِي قَرْنَهُ حَتّٰـى تُبَلَّ مِنْهُ هَذِهِ يَعْنِي لِحْيَتَهُ