২৩১৫

পরিচ্ছেদঃ গান-বাজনা ও নাচ

(২৩১৫) ইবনে আব্বাস (রাঃ) বলেন, ঢোলক হারাম, বাদ্যযন্ত্র হারাম, তবলা হারাম এবং বাঁশীও হারাম।

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: الدُّفُّ حَرَامٌ وَالْمَعَازِفُ حَرَامٌ وَالْكُوبَةُ حَرَامٌ وَالْمِزْمَارُ حَرَامٌ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ