২৩০৭

পরিচ্ছেদঃ গান-বাজনা ও নাচ

(২৩০৭) আবূ মালেক আশআরী (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় হবে; যারা ব্যভিচার, (পুরুষের জন্য) রেশমবস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্র ব্যবহার (হারাম হওয়া সত্ত্বেও) হালাল মনে করবে।

عَنْ أَبِـيْ مَالِكِ الْأَشْعَرِي أَنَّهُ سَمِعَ النَّبِيَّيَقُوْلُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ