কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২২৭০
পরিচ্ছেদঃ চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা
(২২৭০) যায়দ বিন সাবেত (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যে জিনিস উঠিয়ে নেওয়া হবে, তা হল আমানত। আর সর্বশেষ যা অবশিষ্ট থাকবে, তা হল নামায। আর কোন কোন নামাযী আছে, মহান আল্লাহর কাছে যার কোন অংশ নেই।
(হাকীম, সহীহুল জামে’ হা/ ২৫৭৫, এর কাছাকাছি অর্থে সিলসিলা সহীহাহ ১৭৩৯)
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أوَّلُ مَا يُرْفَعُ مِنَ النّاسِ اَلْأمَانَةُ وآخِرُ ما يَبْقٰـى مِنْ دِيْنِهِمُ الصَّلَاةُ ورُبَّ مُصَلٍ لَا خَلاقَ لهُ عِنْدَ اللهِ تَعَالٰـى