৩৮৩৫

পরিচ্ছেদঃ ৪৫. দু’ ধরণের বস্তু একত্রে মিশিয়ে খাওয়া

৩৮৩৫। আব্দুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে শসা খেতেন।[1]

সহীহ।

بَابٌ فِي الْجَمْعِ بَيْنَ لَوْنَيْنِ فِي الْأَكْلِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ صحيح


‘Abd Allah b. Ja’far said: The Prophet(ﷺ) used to eat cucumber with fresh dates