লগইন করুন
পরিচ্ছেদঃ ৩০. কীট-পতঙ্গ ও গর্তের প্রাণী
৩৭৯৮। মিলকাম ইবনু তালিব্ব (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। কিন্তু আমি কখনো ’হাশরাতুল আরদ’ হারাম হওয়া সম্পর্কে কিছু শুনিনি।[1]
সনদ দুর্বল।
بَابٌ فِي أَكْلِ حَشَرَاتِ الْأَرْضِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا غَالِبُ بْنُ حَجْرَةَ، حَدَّثَنِي مِلْقَامُ بْنُ التَّلِبِّ، عَنْ أَبِيهِ، قَالَ: صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أَسْمَعْ لِحَشَرَةِ الْأَرْضِ تَحْرِيمًا ضعيف الإسناد
Narrated at-Talabb ibn Tha'labah at-Tamimi:
I accompanied the Messenger of Allah (ﷺ), but I did not hear about the prohibition of (eating) insects and little creatures of land.