১৪৩৮

পরিচ্ছেদঃ ৩৪৩. বিতর সালাতের ওয়াক্ত প্রসঙ্গে

১৪৩৮। ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিতরকে তোমাদের রাতের শেষ সালাতে পরিণত করবে।[1]

সহীহ : বুখারী ও মুসলিম।

باب فِي وَقْتِ الْوِتْرِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلي الله عليه وسلم قَالَ ‏"‏ اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا ‏"‏ ‏.‏ - صحيح : ق


Ibn 'Umar reported the Prophet (ﷺ) as suing: Make the last of your prayer at night a witr.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ