৮১১

পরিচ্ছেদঃ ৩৫০- কারো বলা, আপনার জন্য আমার পিতা-মাতা উৎসর্গিত হোক ।

৮১১। আলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাদ (রাঃ) ছাড়া আর কারো জন্য ’ফিদা’ (উৎসর্গ) শব্দ ব্যবহার করতে দেখিনি। আমি তাঁকে বলতে শুনেছিঃ তীর নিক্ষেপ করো, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গিত হোন। (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ)

بَابُ قَوْلِ الرَّجُلِ‏:‏ فِدَاكَ أَبِي وَأُمِّي

حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ شَدَّادٍ قَالَ‏:‏ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ‏:‏ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُفَدِّي رَجُلاً بَعْدَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ‏:‏ ارْمِ، فِدَاكَ أَبِي وَأُمِّي


'Abdullah ibn Shaddad said, "I heard 'Ali, may Allah be pleased with him, say, 'I did not see the Prophet, may Allah bless him and grant him peace, saying, ("May my father and mother be) your ransom" after Sa'd. I heard him say to him, "May my father and mother be your ransom."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ