১১২০

পরিচ্ছেদঃ ১৯৯: যোহরের সুন্নত

১/১১২০। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যোহরের আগে দু’ রাকআত ও তার পরে দু’ রাকআত সুন্নত পড়েছি।’ (বুখারী ও মুসলিম)[1]

(199) بَابُ سُنَّةِ الظُّهْرِ

عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا . متفقٌ عَلَيهِ

(199) Chapter: Sunnah of Zuhr Prayer


Ibn 'Umar (May Allah be pleased with them) reported: I performed with the Messenger of Allah (ﷺ) two Rak'ah before and two after Zuhr prayers. [Al-Bukhari and Muslim]. Commentary: This Hadith has already been mentioned. See Commentary on Hadith No. 1098