৬৬৯

পরিচ্ছেদঃ ৮০: বৈধ কাজে শাসকবৃন্দের আনুগত্য করা ওয়াজিব এবং অবৈধ কাজে তাদের আনুগত্য করা হারাম

২/৬৬৯। উক্ত রাবী (ইবন উমার রা.) থেকেই বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর কথা শোনার ও আনুগত্য করার উপর বায়’আত করছিলাম, তখন তিনি বলেছিলেন, ’’যাতে তোমাদের সাধ্য রয়েছে।’’ (বুখারী ও মুসলিম)[1]

بَابُ وُجُوْبِ طَاعَةِ وُلَاةِ الْأُمُوْرِ فِيْ غَيْرِ مَعْصِيَةٍوَّتَحْرِيْمِ طَاعَتِهِمْ فِي الْمَعْصِيَةِ - (80)

وَعَنهُ، قَالَ: كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى السَّمعِ والطَّاعَةِ، يَقُولُ لَنَا: « فِيمَا اسْتَطَعْتُمْ». متفقٌ عَلَيْهِ

(80) Chapter: Obligation of Obedience to the Ruler in what is Lawful and Prohibition of Obeying them in what is Unlawful


Ibn 'Umar (May Allah be pleased with them) reported: Whenever we took a pledge of allegiance to Messenger of Allah (ﷺ) to hear and obey, he (ﷺ) would say to us, "As far as you are capable of." [Al-Bukhari and Muslim]. Commentary: Obedience to a Muslim ruler calls for two conditions: First, his command must not infringe upon the canonical sanctity; second, it ought not to outweigh people's limitations. In case, he fails to meet these two prerequisites, his obedience will also become non-obligatory. This Hadith conveys a warning to rulers that they must not put people to a hardship unbearable to them.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ