পরিচ্ছেদঃ ১৭: সারারাত জাগরণ সম্পর্কে ‘আয়িশাহ্ (রাঃ) -এর বর্ণনায় মতপার্থক্য
১৬৪৪. কুতায়বাহ্ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... যিয়াদ ইবনু ‘ইলাকাহ্ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মুগীরাহ ইবনু শু'বাকে বলতে শুনেছি যে, নবী (সা.) এত দীর্ঘক্ষণ সালাতে দাড়িয়ে রইলেন যে, তাঁর কদমদ্বয় (দুই পা) ফুলে গেল। তাকে বলা হলো, আল্লাহ তা'আলা আপনার পূর্বাপর সমুদয় ত্রুটিবিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। (এতদসত্ত্বেও আপনি ‘ইবাদাতে এত কষ্ট কেন করছেন?) রসূলুল্লাহ (সা.) বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?
باب الاِخْتِلاَفِ عَلَى عَائِشَةَ فِي إِحْيَاءِ اللَّيْلِ . أ }
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ وَاللَّفْظُ لَهُ، عَنْ سُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قال: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقِيلَ لَهُ: قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا . تخریج دارالدعوہ: صحیح البخاری/التھجد ۶ (۱۱۳۰)، تفسیر الفتح ۲ (۴۸۳۶)، الرقاق ۲۰ (۶۴۷۱)، صحیح مسلم/المنافقین ۱۸ (۲۸۱۹)، سنن الترمذی/الصلاة ۱۸۸ (۴۱۲)، سنن ابن ماجہ/الإقامة ۲۰۰ (۱۴۱۹)، (تحفة الأشراف: ۱۱۴۹۸)، مسند احمد ۴/۲۵۱، ۲۵۵ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1645 - صحيح
The differing narrations from 'Aishah regarding staying up at night (in prayer)
It was narrated that Ziyad bin Ilaqah said: I heard Al-Mughirah bin Shu'bah say: 'The Prophet (ﷺ) stood (in prayer at night) until his feet swelled up, and it was said to him: Allah has forgiven your past and future sins. He said: Should I not be a thankful slave?'