হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৮৩

পরিচ্ছেদঃ রাতে ও অন্ধকারে মহিলাদের মসজিদে গমণ

৪৮৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের স্ত্রীগণ যখন রাত্রিতে মসজিদে যাওয়ার অনুমতি চাইবে তখন তাদেরকে অনুমতি দাও।

টিকাঃ তবে ফিতনার (বেপর্দা চলাচলের) ভয় থাকলে তাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেয়া যাবে না। জামে মসজিদে মহিলাদের পরিবেশ তৈরী করা ও জুমআর খুতবা আঞ্চলিক ভাষায় উপস্থাপন করে তাদেরকে জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করা মুসলিম সমাজের গুরু দায়িত্ব।

باب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ وَالْغَلَسِ

৪৮৩ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا عَنِ النَّبِيِّ قَالَ إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ، فَأْذَنُوا لَهُنَّ

Going of women to the mosqu at night and in darkness


Narrated Ibn `Umar:

The Prophet (ﷺ) said, "If your women ask permission to go to the mosque at night, allow them."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ