হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩১৩

পরিচ্ছেদঃ একা নামায পড়ার সময় মসজিদের দুই খুঁটির মাঝখানে দাঁড়িয়ে নামায আদায় করা

৩১৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাবা ঘরে প্রবেশের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেনঃ বেলাল (রাঃ) যখন কা’বা ঘর থেকে বের হলেন, তখন আমি তাঁকে বললামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা ঘরে কি করেছেন? তিনি বললেনঃ তিনি একটি খুঁটি বামে, একটি ডানে এবং তিনটি খুঁটি পিছনে রেখে নামায আদায় করেছেন। কাবা ঘর সে সময় ছয়টি খুঁটির উপর প্রতিষ্ঠিত ছিল। অন্য বর্ণনায় আছে, দু’টি খুঁটি ডান পাশে রাখলেন।

باب الصَّلاَةِ بَيْنَ السَّوَارِي فِي غَيْرِ جَمَاعَةٍ

৩১৩ ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: حديث دخول الكعبة قال: فَسَأَلْتُ بِلالا حِينَ خَرَجَ: مَا صَنَعَ النَّبِيُّ ؟ قَالَ: جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ وَعَمُودًا عَنْ يَمِينِهِ وَثلاثةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثمَّ صَلَّى وفي رواية: عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ. (بخارى:৫০৫)

To offer non-congregational As-Salat (the prayers) between the pillars


Narrated Nafi`:

`Abdullah bin `Umar said, "Allah's Messenger (ﷺ) entered the Ka`ba along with Usama bin Zaid, Bilal and `Uthman bin Talha Al-Hajabi and closed the door and stayed there for some time. I asked Bilal when he came out, 'What did the Prophet (ﷺ) do?' He replied, 'He offered prayer with one pillar to his left and one to his right and three behind.' In those days the Ka`ba was supported by six pillars." Malik said: "There were two pillars on his (the Prophet's) right side."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ