হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩০৪

পরিচ্ছেদঃ মদীনার রাস্তাসমূহে যে সমস্ত মসজিদ রয়েছে এবং যে সকল স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায পড়েছেন

৩০৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘হারশা’ নামক পাহাড়ের নিকটস্থ নিম্নভূমিতে রাস্তার বাম দিকে অবস্থিত বিশাল বৃক্ষসমূহের পাশে অবতরণ করতেন। ঐ নিম্নভূমিটি ‘হারশা’ নামক পাহাড়ের শেষ প্রান্তের সাথে মিলিত হয়েছে। নিম্নভূমি এবং রাস্তার মাঝখানে মাত্র একটি তীর নিক্ষেপের দূরত্ব। আব্দুল্লাহ ইবনে উমার সেখানকার একটি বৃক্ষ সামনে নিয়ে নামায পড়তেন। এটি ছিল রাস্তার অধিক নিকটবর্তী এবং সর্ববৃহৎ বৃক্ষ।

بَابُ الْمَسَاجِدِ الَّتِي عَلَى طُرُقِ الْمَدِينَةِ

৩০৪ـ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ نَزَلَ عِنْدَ سَرَحَاتٍ عَنْ يَسَارِ الطَّرِيقِ، فِي مَسِيلٍ دُونَ هَرْشَى، ذَلِكَ الْمَسِيلُ لاصِقٌ بِكُرَاعِ هَرْشَى، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ قَرِيبٌ مِنْ غَلْوَةٍ. وَكَانَ عَبْدُاللَّهِ يُصَلِّي إِلَى سَرْحَةٍ، هِيَ أَقْرَبُ السَّرَحَاتِ إِلَى الطَّرِيقِ، وَهِيَ أَطْوَلُهُنَّ. (بخارى:৪৮৯)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ