হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৩
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে প্রিয় আমল হলো যা মানুষ নিয়মিত পালন করে, যদিও তা পরিমাণে কম হয়
৩২৩. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রিয় আমল ছিল ঐ আমল যা একজন ব্যক্তি নিয়মিত পালন করে।” [1]
[1] মুয়া্ত্তা ইমাম মালিক: ১/১৮৭; মুসনাদ আহমাদ: ৬/১৭৬; মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০৫৬৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩৪; সহীহ আল বুখারী: ৪৩; সহীহ মুসলিম: ৭৮৫; নাসাঈ: ৮/১২৩; সুনানু বাইহাকী: ৩/১৭; ইবনু মাজাহ: ৪২৩৮; তিরমিযী: ২৮৫৬।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১২৪০)
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَحَبَّ الطَّاعَاتِ إِلَى اللَّهِ جل وعلا ما واظب عليها الْمَرْءُ وَإِنْ قَلَّ
أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أَنَّهَا قَالَتْ: (كَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَدُومُ عليه صاحبه.) الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 323 | خلاصة حكم المحدث: صحيح.