হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৪১

পরিচ্ছেদঃ ১২) তন্দ্রাবস্থায় নামায ও কুরআন পাঠের ব্যাপারে ভীতি প্রদর্শন

৬৪১. (সহীহ্) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’নামায পড়া অবস্থায় তোমাদের কেউ যদি ঝিমুতে থাকে, তখন সে যেন পুরোপুরি ঘুমিয়ে নেয়। কেননা ঝিমানো অবস্থায় নামায পড়তে থাকলে সে হয়তো নিজের জন্য মাগফিরাত চাইতে গিয়ে বদদু’আ করে ফেলবে।’’

(বুখারী ২১২, মুসলিম ৭৮৬, আবু দাউদ ১৩১০, তিরমিযী ৩৫৫, নাসাঈ ১/১০০ ও ইবনে মাজাহ্ ১৩৭০)

(সহীহ্) নাসাঈর বর্ণনারূপ এরকমঃ

إِذَا نَعَسَ أَحَدُكُمْ وهو يصلي فَلْينْصَرِفْ فلعله يدعو على نفسه وهو لا يدري

’’নামায পড়তে পড়তে তোমাদের কোন ব্যক্তির যদি তন্দ্রা এসে যায়, তবে সে যেন ফিরে যায়। কেননা হয়তো সে নিজের উপর বদদু’আ করে বসবে অথচ সে তা বুঝতে পারবে না।’’

الترهيب من صلاة الإنسان وقراءته حال النعاس

(صحيح) عن عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ ، فَإنَّ أحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ ، لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ )) .رواه مالك والبخاري ومسلم وأبو داود والترمذي وابن ماجه والنسائي