হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬২২

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬২২. (সহীহ্) আবদুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় নামায হচ্ছে দাউদ (আঃ) এর নামায। আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ (আঃ) এর সিয়াম। তিনি রাতের অর্ধেক সময় নিদ্রায় থাকতেন এবং এক তৃতীয়াংশ নামাযে রত থাকতেন এবং এক ষষ্ঠাংশ ঘুমাতেন। একদিন সিয়াম পালন করতেন একদিন সিয়াম ভঙ্গ করতেন।’’

(বুখারী ১৩৩১, মুসলিম ১১৫৯, আবু দাউদ ২৪৪৮, তিরমিযী ৭৭০, নাসাঈ ৩/২১৪ ও ইবনে মাজাহ্ ১৭০৭ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في قيام الليل

(صحيح) وَعَنْ عبد الله بن عمرو بن العاص رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ عَلَيْهِ السَّلَام وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ وَكَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَيَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا. رواه البخاري ومسلم وأبو داود والنسائي وابن ماجه