হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬১৫

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬১৫. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’রমাযানের পর সর্বোত্তম ছিয়াম হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহাররমের ছিয়াম। আর ফরয নামাযের পর সর্বোত্তম নামায হচ্ছে রাতের (নফল) নামায।’’

(মুসলিম ১১৬৩, আবু দাউদ, তিরমিযী ৪৩৮, নাসাঈ ১৬১৩ ও ইবনে খুযায়মাহ্ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في قيام الليل

(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ : شَهْرُ اللهِ المُحَرَّمُ ، وَأفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الفَرِيضَةِ : صَلاَةُ اللَّيْلِ.رواه مسلم وأبو داود والترمذي والنسائي وابن خزيمة