পরিচ্ছেদঃ ৮) ক্বিয়ামুল্লাইল করার নিয়তে পবিত্রাবস্থায় নিদ্রা যাওয়ার প্রতি উৎসাহ দান
৬০০. (হাসান লি গাইরিহী) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কোন ব্যাক্তির যদি রাতে নামায পড়ার অভ্যাস থাকে, অতঃপর নিদ্রা তাকে পরাজিত করে দেয় (ফলে উক্ত নামায আদায় করতে পারে না), তবে আল্লাহ তার জন্য সেই নামাযের প্রতিদান লিখে দেন এবং তার নিদ্রা তার জন্য সাদকা স্বরূপ হয়ে যায়।
(হাদীসটি বর্ণনা করেন, ইমাম মালেক ১/১১৭, আবূ দাউদ ১৩১৪ ও নাসাঈ ৩/২৫৭ এবং ইবনু আবী দুনিয়া কিতাবুত্ তাহাজ্জুদ গ্রন্থে)
الترغيب في أن ينام الإنسان طاهرا ناويا للقيام
(حسن لغيره) وَعَنْ عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: مَا مِنْ امْرِئٍ تَكُونُ لَهُ صَلَاةٌ بِلَيْلٍ فَيَغْلِبُهُ عَلَيْهَا نَوْمٌ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ صَلَاتِهِ وَكَانَ نَوْمُهُ عَلَيْهِ صَدَقَةً. رواه مالك وأبو داود والنسائي ورواه ابن أبي الدنيا في كتاب التهجد