পরিচ্ছেদঃ ১১) পিঁয়াজ, রসুন, কুর্রাজ, মূলা অথবা তার অনুরূপ দুগর্ন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে আসার ব্যাপারে ভীতি প্রদর্শন
৩৩১. (সহীহ্) ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে ব্যক্তি এই বৃক্ষ অর্থাৎ রসূন খাবে সে যেন অবশ্যই আমাদের মসজিদের নিকটে না আসে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৮৫৩ ও মুসলিম ৬৫১)
মুসলিমের অপর রেওয়ায়াতে এসেছেঃ ’’সে যেন আমাদের মসজিদগুলোর নিকটবর্তী না হয়।’’
বুখারী ৫৪৫১ ও মুসলিমের অপর রেওয়ায়াতে রয়েছেঃ ’’তারা যেন মসজিদগুলোতে না আসে।’’
আবু দাউদের এক বর্ণনায় বলা হয়েছেঃ ’’যে ব্যক্তি এই বৃক্ষ খাবে সে যেন মসজিদ সমূহের নিকটবর্তী না হয়।’’ (আবূ দাউদ ৩৮২৫)
الترهيب من إتيان المسجد لمن أكل بصلا أو ثوما أو كراثا أو فجلا ونحو ذلك مما له رائحة كريهة
(صحيح) عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ يَعْنِي الثُّومَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا. رواه البخاري ومسلم وفي رواية لمسلم فلا يقربن مساجدنا وفي رواية لهما فلا يأتين المساجد وفي رواية لابي داود مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يَقْرَبَنَّ الْمَسَاجِدَ