পরিচ্ছেদঃ ২৯: ফজরের শেষ ওয়াক্ত প্রসঙ্গে
৫৫২. ইসমাঈল ইবনু মাস্’উদ ও মুহাম্মাদ ইবনু আবদুল আ’লা (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন সূর্য ঢলে পড়ত তখন রাসূলুল্লাহ (সা.) যুহরের সালাত আদায় করতেন আর ’আসরের সালাত আদায় করতেন যুহর ও ’আসর উভয় সালাতের মধ্যবর্তী সময়ে। আর সূর্যাস্তের পরে মাগরিবের সালাত আদায় করতেন। আর ’ইশার সালাত সূর্যাস্তের পরে আকাশের লালিমা অদৃশ্য হলে আদায় করতেন। এরপর তিনি আবার বললেন, আর যখন চোখের জ্যোতি বিস্তৃত হত তখন পর্যন্ত ফজরের সালাত আদায় করতেন।
آخر وقت الصبح
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي صَدَقَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ بَيْنَ صَلَاتَيْكُمْ هَاتَيْنِ، وَيُصَلِّي الْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَيُصَلِّي الْعِشَاءَ إِذَا غَابَ الشَّفَقُ، ثُمَّ قَالَ: عَلَى إِثْرِهِ، وَيُصَلِّي الصُّبْحَ إِلَى أَنْ يَنْفَسِحَ الْبَصَرُ . تخریج دارالدعوہ: تفرد بہ النسائي (تحفة الأشراف: ۲۵۹)، مسند احمد ۳/۱۲۹، ۱۶۹ (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 553 - صحيح الإسناد
29. The End Of The Time For Subh
It was narrated that Anas bin Malik said: The Messenger of Allah (ﷺ) used to pray Zuhr when the sun passed its zenith, and he would pray 'Asr between these two prayers; and he would pray Maghrib when the sun had set, and he used to pray 'Isha' when the twilight had disappeared, then he said straight after that: And he would pray Fajr when a man could see clearly.