হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬০১৩
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৩-[৭] জাবির (রাঃ) নবী (সা.) হতে বর্ণনা করেন। তিনি (সা.) বলেছেন: এমন কোন মুসলিমকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে আমাকে দেখেছে বা আমাকে যে দেখেছে- তাকে দেখেছে। (তিরমিযী)
হাসান: আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে যঈফ বলেছেন, তিরমিযী ৩৮৫৮, য'ঈফুল জামি ৬২৭৭; পরবর্তীতে হাসান বলেছেন, হিদায়াতু ওয়াত ৫/৩৮৯ পৃ., হা. ৫৯৫৮, সিলসিলাতুস সহীহাহ ১২৫৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৪১৭, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১০০০।
اَلْفصْلُ الثَّنِفْ (بَاب مَنَاقِب الصَّحَابَة)
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَو رأى من رَآنِي» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ حسن ، رواہ الترمذی (3858) ۔ (حسن)